বাল্যবিয়ে প্রতিরোধে ময়মনসিংহের শিক্ষার্থী সানজিদা ইসলাম ছোঁয়া
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের মেয়ে সানজিদা ইসলাম ছোঁয়া। বাল্যবিবাহ বন্ধ করে অসংখ্য উদাহরণ সৃষ্টি করেছেন বর্তমানে এইচএসসি শিক্ষার্থী সানজিদা ইসলাম ছোঁয়া। কাজের স্বীকৃতি হিসেবে তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র ১০০ উদীয়মান ও প্রভাবশালী নারীর তালিকায় স্থান পেয়েছেন। ছোঁয়ার মা লিজা আক্তার বাল্য বিয়ের শিকার হয়েছিলেন। তাই ছোট থেকেই চোখের সামনে বাল্য বিয়ের বিষফল দেখতে থাকেন ছোঁয়া। মায়ের সার্বক্ষণিক শারীরিক ও মানুষিক অসুস্থতা পীড়া দিয়ে যাচ্ছিল তাকে। একটু বড় হতেই দেখতে পেলেন সহপাঠীরাও বাল্যবিবাহের শিকার হতে যাচ্ছে। তখন রুখে দাঁড়ালেন ছোঁয়া। বাল্যবিয়ের ঘটনা কানে এলেই বন্ধু, শিক্ষক ও সহযোগীদের নিয়ে ছুটে যেতে শুরু করলেন। প্রয়োজনে সহযোগিতা চাইতেন স্থানীয় প্রশাসনের কাছে। ছোঁয়ার গ্রাম ঝাউগড়াকে ইতোমধ্যে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। প্রায় ৬০-৭০ টি বাল্যবিবাহ রোধ করতে গিয়ে তাকে ও তার পরিবারকে বারবার পড়তে হয়েছে রোষানলে। তবে সব বাধা-বিপত্তি উতরে কাজ চালিয়ে যেতে থাকেন ছোঁয়া। ২০২৩ সালে বিবিসি চার বিভাগে বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর নাম প্রকাশ করেছে। সমাজ, সংস্কৃতি ও বিশ্বকে নতুনভাবে উদ্ভাবনে ভূমিকা পালন করা নারীদের নাম ওঠে এসেছে এ তালিকায়। অধিপরামর্শ ও সক্রিয়তা বিভাগে স্থান পেয়েছেন সানজিদা ইসলাম ছোঁয়া। তার অবস্থান ২১তম।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS